মোঃ শহিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর পুলিশের নিরাপত্তা কাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাধীন জমি ও স্থাপনা বরাদ্দ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৩ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তর দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
সভায় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিএমপি'র নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় জমি ও স্থাপনা বরাদ্দের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
কমিশনার হাসিব আজিজ বলেন—
“নগরবাসীর নিরাপত্তা, অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ সেবা নিশ্চিত করতে নগরজুড়ে প্রয়োজন স্থায়ী পুলিশ স্থাপনা। এসব স্থাপনা নগর উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।”
তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় থানার স্থায়ী ভবন, পুলিশ ফাঁড়ি, পুলিশ বক্স ও ডাম্পিং স্টেশন নির্মাণে জায়গার প্রাপ্যতা এবং তাৎক্ষণিক বরাদ্দ এখন সময়ের দাবি।
সভায় আরও উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম
সিডিএ’র প্রতিনিধিবৃন্দ এবং সিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শেষে উভয় পক্ষ থেকে সমন্বিত উদ্যোগে চট্টগ্রামের উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থায় অগ্রগতির প্রত্যয় ব্যক্ত করা হয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত