নিজস্ব প্রতিবেদক জহিরুল হক আকন বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন ও বিশেষায়িত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে বরিশালের বাকেরগঞ্জে যাত্রা শুরু করেছে নিউ লাইফ মেডিকেল সার্ভিস। সাধারণ মানুষের স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের কথা চিন্তা করে বাকেরগঞ্জ-কালিগঞ্জ সড়কের বিআইপি কলোনী সংলগ্ন অত্যাধুনিক এই মেডিকেল সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় দোয়া-মোনাজাতের মাধ্যমে এ মেডিকেল সার্ভিসের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাছির উদ্দিন রোকন ডাকুয়া, কো-চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক নাছিম সরদার, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম দুলাল,বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন, সাংবাদিক দানিসুর রহমান লিমন, উত্তম দাশ,জিয়াউল হক জিয়া,জাকির জোমাদ্দার,কামাল হোসেনজহিরুল ইসলাম, মাইনুল ইসলাম সহ চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা।
আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত ও নিশ্চিত সেবার লক্ষ্যে নিউ লাইফ মেডিকেল সার্ভিসে থাকবে একজন ডাক্তারের সমন্বয়ে জরুরি বিভাগ। এছাড়াও বহিঃবিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা নিয়মিত রোগী দেখবেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাছিম সরদার বলেন, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ডায়াগনস্টিক কমপ্লেক্স এবং নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার থাকবে। এছাড়াও এখানে অক্সিজেন ব্যবস্থা, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি), সর্বাধুনিক কম্পিউটারাইজ্ড ল্যাবরেটরি, অনলাইন রিপোর্টিং সিস্টেম, সার্বক্ষণিক অটো জেনারেটর সার্ভিস, উন্নত মানের ফায়ার সেফটি ব্যবস্থাসহ ফার্মেসী সুবিধা রয়েছে। ব্যবসা নয় সেবাকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত