আহত উদ্ধারের সংখ্যা (সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত)
মোট আহত উদ্ধার ১১৬ জন
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে আহত হয়েছেন ১৬৪ জন। এছাড়া বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লে. তৌকির মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতলে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (২১ জুলাই) বিকেল পাঁচটার দিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়। পরে আইএসপিআর ওই ফ্লাইটের পাইলটের মৃত্যুর খবরও নিশ্চিত করে।
বিভিন্ন হাসপাতালে হতাহতের তালিকা:
এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।
এদিকে হাসপাতালগুলো জানিয়েছে, এই মুহূর্তে নেগেটিভ রক্তের প্রয়োজন সবচেয়ে বেশি। দাতাদের সংলগ্ন হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর:
ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দেবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত