২৫ তম বিসিএস(পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে
জনাব প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার নারায়ণগঞ্জ কে সভাপতি ও জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার), উপ-পুলিশ কমিশনার(লালবাগ বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ কে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে এই ফোরাম সদস্যদের সার্বিক কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে চলেছে। ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করা এই ফোরামের সদস্যগণ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম প্রচার ও প্রকাশনা সম্পাদক ২৫তম বিসিএস(পুলিশ) ফোরাম।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত