নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কোতোয়ালি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ রবিন হোসেন (২২)।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫খ্রি.) বিকেলে আনুমানিক ০৫.১০ ঘটিকায় কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কোতোয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় কতিপয় দুষ্কৃতকারী কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দেশীয় অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ রবিন হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ছিনতাইকাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রবিন পেশাদার ছিনতাইকারী। সে দীর্ঘদিন যাবৎ কোতোয়ালিসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত