মোঃ সোলায়মান গনি কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব সালেহীর উদ্যোগে থেতরাই ইউনিয়নের স্থানীয় এক বেকার যুবক জাহাঙ্গীর আলমকে (৩৫) ফুচকা ও ঝালমুড়ি বিক্রির জন্য একটি ফুডকার্ট (ভ্যানগাড়ি) এবং প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১২টায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ব্যারিস্টার সালেহী সরাসরি জাহাঙ্গীর আলমের হাতে ফুডকার্ট এবং মালামাল হস্তান্তর করেন।
ফুডকার্ট হস্তান্তর উপলক্ষে ব্যারিস্টার মাহবুব সালেহী বলেন, উলিপুর উন্নয়ন ফোরামের উদ্যোগ কেবল সহায়তা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি কর্মসংস্থানের একটি কার্যকর প্রক্রিয়া। ক্ষুদ্র উদ্যোক্তারা সমাজে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। একজন উদ্যোক্তা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজের স্বাবলম্বিতা অর্জন করার পাশাপাশি অন্যদেরও অনুপ্রাণিত করে। আমাদের লক্ষ্য হলো উলিপুরের তরুণ ও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এ ধরনের ফুডকার্ট প্রকল্প ধীরে ধীরে বিস্তৃত হবে, যাতে আরও অনেকে উপকৃত হয়।
উপহার পাওয়া উদ্যোক্তা জাহাঙ্গীর আলম বলেন, এই সহায়তা আমার জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এবং আমার পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে আরও এগিয়ে যেতে পারব।
স্থানীয়রা জানান, সাধারণত রাজনীতির মাঠে উন্নয়ন সংক্রান্ত প্রতিশ্রুতি শোনা যায়। কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের হাতে সরাসরি কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া একটি ভিন্নধর্মী উদ্যোগ। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ জনপ্রতিনিধিত্বের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত