মোঃ সোলায়মান গনি কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ॥
“নদী ভাঙ্গনে আর ঠিকানা বদল করতে চাই না, নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই”—এই দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের কচাকাটায় দুধকুমার নদের তীরের টেপারকুটি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে চরাঞ্চলবাসীর শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, উপদেষ্টা সাবেক এমপি উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চল যেমন বিশেষ গুরুত্ব পেয়েছে, তেমনি দেশের কোটি কোটি চরবাসীর জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় পৃথক চর বিষয়ক মন্ত্রণালয় গঠন জরুরি। এ ছাড়া নদীভাঙন মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
সমাবেশে চর ও ভাঙন কবলিত এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত