জাকির হোসেন হাওলাদার,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতুতে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মনির হোসেন (৫৭) গুরুতর আহত হয়ে তার বাম পা বিচ্ছিন্ন হয়েছে। (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর উত্তর প্রান্তে থেমে থাকা মোটরসাইকেলে পিকআপের ধাক্কা লাগলে সেটি ছিটকে মনির হোসেনের ওপর পড়ে। এতে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আশঙ্কাজনক এবং জরুরি অস্ত্রোপচার প্রয়োজন।ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, সেতু এলাকায় অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনা নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপন ও পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ আটক ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত