মোঃ সোলায়মান গনি, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে পৃথক দুটি ঘটনায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদ্রাসা থেকে ফেরার পথে বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে এবং স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সহিবর বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ দাফন সম্পন্ন করেন।
বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত