
মোঃ মাহবুবুল আলম। স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ
ময়মনসিংহ বিভাগের ১৫০ নং ফুলবাড়িয়া আসনে বি এন পি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জ্বনাব, তানভীর আহমেদ রানা । ফুলবাড়িয়া মানুষের অকৃত্রিম ভালবাসা নিয়ে উপজেলাটির বিভিন্ন স্থানে গণসংযোগ করে চলেছেন। দলের অন্যান্য নেতাদের মতই এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে সংসদ সদস্য পদে বিজয়ী হয়ে এ স্বপ্ন পূরণে আশাবাদী তিনি। কর্মজীবনের ব্যস্ততার কারণে ব্যক্তিগতভাবে দলীয় রাজনীতিতে বেশি সময় দিতে না পারলেও মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন এই নেতা। ব্যাপক জনসমর্থনে যথেষ্ট আত্মপ্রত্যেয়ী তিনি। দলের সাথে উনার সম্পৃক্ততা রয়েছে বহুদিন আগে থেকেই। বিএনপি'র কর্মী নন এমন গুঞ্জন থাকলেও, কেন্দ্রীয়ভাবে স্বীকৃতি স্বরূপ সদস্য পদের তালিকা দেখানো হয়েছে ইতোমধ্যেই। তিনি ২০০৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যপদ লাভ করেন । পিতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন এমন প্রত্যাশা নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য যে, এই নেতার পিতামহ সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মাওলানা শাহাবুদ্দিন আহমেদ। রাজনৈতিক ক্যারিয়ারে ফুলবাড়িয়ার মানুষের জন্য নানাবিধ উন্নয়নের ইতিহাস রেখে গেছেন। ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুলা মার্কা নিয়ে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মরহুম ইঞ্জিনিয়ার সামসুদ্দিন আহমেদ । স্বাধীনতার পর উনার উন্নয়ন চিত্র ফুলবাড়িয়াবাসীর কাছে আজও স্মরণীয় হয়ে রয়েছে। যেসব রাস্তাঘাট তিনি নির্মাণ করে গেছেন আজ সেগুলো চলাচলের প্রায় অনুপযোগী। গত ১৭ বছরে আওয়ামী শাসন আমলে এই আসনে এমপি ছিলেন এডভোকেট মুসলেম উদ্দিনউদ্দিন সাহেব। ওনার উন্নয়ন ফুলবাড়িয়া মানুষের ভাগ্যের তেমন কোন পরিবর্তন ঘটাতে পারেনি এ কথা কারো অজানা নয়। তাই আজ তারা নতুন করে আবার স্বপ্ন দেখছে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের পরিবারের উত্তরসূরী হয়ে তানভীর আহমেদের রানা এই ফুলবাড়িয়া মানুষের উন্নয়নমূলক কাজগুলো করতে সচেষ্ট হবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে উপজেলার উন্নয়ন করবে এমন একজন সংসদ সদস্য নির্বাচিত হোক এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে উপজেলা বাসির মুখে হাসি ফুটানোর জন্য রানার বিকল্প নেই এমনটাই মনে করেন ফুলবাড়িয়ার জনগণ।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত