নিজস্ব প্রতিবেদক,
নাটোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার দুই মাদক ব্যবসায়ীকে।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের নারায়ণপাড়া গ্রামে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে অভিযান চালানো হয়। নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে থেকে দুই জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন:
সেলিম আহম্মদ (২৬) — পিতা: মিন্টু রহমান, সাং: নিমগাছী, উপর রাজরামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর।
মোঃ জুবায়ের ইসলাম ওরফে আশিক (২২) — পিতা: মোঃ সাদেকুল ইসলাম, সাং: দাদনচক, আদিনা কলেজের পাশে, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
তল্লাশি চালিয়ে সেলিমের কাছ থেকে ৮ কেজি এবং আশিকের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি সদস্যরা। সব মিলিয়ে জব্দ করা হয় মোট ১১ কেজি গাঁজা।
নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নাটোর জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেন,
"মাদক নির্মূলের ক্ষেত্রে জেলা পুলিশ কোনো আপস করে না। জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।"
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত