মোঃ রমজান আলী, শেরপুর প্রতিনিধি :-
শেরপুরের নালিতাবাড়ীতে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অপরাধে মো. খোরশেদ আলম (সাং—ছিটপাড়া, নালিতাবাড়ী) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে তার ছেলে সালমান সাদিকের মালিকানাধীন ফার্মেসিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম এবং নালিতাবাড়ী থানা পুলিশের একটি টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন,জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত