হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
৯ অক্টোবর (বৃহস্পতিবার ) হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ। কর্মশালায় ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধিরা টাইফয়েড টিকাদান কার্যক্রমের প্রস্তুতি, বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। জনসচেতনতা বাড়লে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
বক্তারা আরও জানান, বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪ লাখ ৭৮ হাজার জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হন, যার মধ্যে ৭ হাজার জন মৃত্যুবরণ করেন। টাইফয়েড নিয়ন্ত্রণে সরকার ইপিআই কর্মসূচির আওতায় বিনামূল্যে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে।তারই অংশ হিসেবে হোসেনপুরসহ সারাদেশে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী (নবম শ্রেণি পর্যন্ত) শিশু-কিশোরদের এ টিকা দেওয়া হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত