
আবুল হাশেম
দামুড়হুদা উপজেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ১জন নিহত ও ৩ জন মারাত্নক জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের বেলে মাঠে নিজ নিজ জমিতে কাজ করছিল এলাকার নূরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের লোকজন।এক পর্যায়ে কথাকাটির জেরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলায় মন্টু গ্রুপের চারজন গুরুতর জখম হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোবিন্দহুদা গ্রামের ঝড়ু মন্ডলের ছেলে জয়নুর(৫২) মারা যায়। মারাত্মক জখম হওয়া মৃত.ঝড়ু মন্ডলের ছেলে খাজা মণ্ডল (৫৫) ও জাহির মন্ডল (৪৫) এবং খাজা মণ্ডলের ছেলে দিপু মন্ডল (১৮) কে প্রাথমিক চিকিৎসা শেষে
উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, চারজনের শরীরে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে৷ চিকিৎসাধীন অবস্থায় জয়নাল মারা যায়। আরও একজনের অবস্থা আশংকাজনক।সকলকে উন্নত চিকিৎসার জন রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে জয়নুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত