“স্মৃতির সাথে মূল্যের যাত্রা, দীপ্তির সাথে জ্ঞানের খোঁজে”— এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মাদরাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জ্যোতির্ময় বিকাশ চন্দ্র, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইমরানুজ্জামান, এবং ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ফজলে এলাহী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এ সময় সহসভাপতি, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের ফুল ও করতালির মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়, পরে গত শিক্ষাবর্ষে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,
“শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, জ্ঞান ও মানবিক গুণাবলীর বিকাশই একটি আদর্শ সমাজ গঠনের মূল ভিত্তি। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়, বরং মানুষ হওয়াই সবচেয়ে বড় সাফল্য।”
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডিমলা কামিল মাদ্রাসায় কামিল পরীক্ষা কেন্দ্র স্থাপনের আশ্বাস প্রদান করেন, যা উপস্থিতদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার ঘটায়।
অনুষ্ঠান শেষে ইসলামী সাংস্কৃতিক পর্ব, ক্বিরাত ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনব্যাপী এই বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত