দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউপির ২নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান হাওলাদারকে পূর্ণ রাষ্ট্রী মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ আক্টোবর) সকাল সাড়ে ১০টায লেবুখালী ফেরিঘাট বায়তুল জামে মসজিদ প্রাঙ্গণে গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো: ইজাজুল হক রাস্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দুমকি থানার একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ,বীর মুক্তিযোদ্ধা আবুল মজিদ, মো, সোরাব শরীফ, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দল মন্নান হাওলাদার বুধবার রাতে বার্ধক্যজণিত কারণে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম আব্দুল মন্নান দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত