মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের পূর্ব মৌচাকে মাদ্রাসা শিক্ষার্থী কিশোরী মোছা আশা মনি (১৩) কে তিন দিন আঁটকে রেখে ধর্ষণ করেছে জয় কুমার নামে হিন্দু যুবক এবং সহযোগী লোকনাথ ও সঞ্জয়।
ঘটনাটি প্রায় দুই মাস আগে ঘটলেও এতো দিন ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে পরিবারকে চাপ সৃষ্টি করা হচ্ছিল। জয়ের পরিবারের তদবিরে বিভিন্ন মহলের চাপে বাসা ছেড়ে দিয়ে নিজ এলাকায় চলে যেতে বাধ্য হন।
মৌচাকে আশা মনির বাবা মো আমিনুল ইসলাম ভাড়া বাসায় থাকতেন তাই বিভিন্ন মহলের চাপে বাসা ছেড়ে দিয়ে এলাকায় চলে যেতে বাধ্য হন। কিন্তু মেয়ের এমন অবস্থা দেখে পুনরায় চলে আসে এবং আশা মনির মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।
হিন্দু যুবক জয় কুমার দাস ও তার সহযোগী লোকনাথ এবং সঞ্জয় হিন্দু সন্ত্রাসী এমনকি ইস্কনের সদস্য। খবরটি আস্তে আস্তে মৌচাক এলাকায় ছড়িয়ে পড়লে গত ১৭ অক্টোবর শুক্রবার বাদ জুমা মৌচাকের হাজার হাজার আলেম ওলামা এবং মুসলিম তৌহিদী জনতা এবং এলাকাবাসী মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা টাঙ্গাইল জয়দেব পুর রোড়ে ধর্ষক ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বিষয়টি আবারও ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় আজ ১৯ অক্টোবর (রবিবার) গাজীপুর জেলা আদালতের সামনে অসংখ্য আলেম ওলামা ও মুসলিম তৌহিদী জনতা এবং এলাকাবাসী ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনটি সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলমান থাকে। এসময় আশা মনির বাবা মো আমিনুল ইসলাম কান্না জরিত কন্ঠে বলেন আমার ছোট্ট অবুঝ মেয়ের ধর্ষণকারীদের ফাঁসি চাই। যদি আমি সঠিক বিচার না পাই, যদি ফাঁসি না দেওয়া হয় তাহলে আমরা স্বপরিবারে আত্মা হত্যা করে মারা যাবো।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত