প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করেছেন সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধান। শনিবার সন্ধ্যায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিতহয়। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, এটি প্রধান উপদেষ্টার কল অন নয়। তিন বাহিনীর প্রধানেরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বেশ আগে থেকে একটি বৈঠকের সিডিউল ঠিক করা ছিল। সেখানে আগামী নির্বাচনে সামরিক বাহিনীর সদস্যদের ডিপ্লয়মেন্ট মোতায়েন নিয়ে আলোচনা হয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত