আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা বা অনিশ্চয়তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে — এ জন্য যা যা করা দরকার, সরকার তা করবে।”
রোববার সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে চাপ সৃষ্টি করতে নানা মন্তব্য করছে, এতে জনমনে অযথা শঙ্কা তৈরি হচ্ছে। বাস্তবে সরকার নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি আরও বলেন, “১৬-১৭ বছর ধরে দেশে জাতীয় নির্বাচন হয়নি— এ কারণে কিছু মানুষের মনে দ্বিধা থাকা স্বাভাবিক। তবে জনগণ এবার ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রায় পাঁচ কোটি মানুষ যারা কখনো ভোট দিতে পারেনি, তারাও এবার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।”
জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “জামিন শুধু বিচারকের সিদ্ধান্ত নয়, পুলিশের রিপোর্টও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেসব ক্ষেত্রে প্রমাণ স্পষ্ট থাকে, সেখানে ভিন্নতা হয়। তবে যারা জামিন নিয়ে একই অপরাধে জড়িয়ে পড়তে পারে বা নিষিদ্ধ সংগঠনের হয়ে তৎপর হতে পারে, তাদের জামিন নিয়ে সরকার স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।”
আদালত সংস্কার নিয়ে ড. নজরুল জানান, “একজন বিচারকের স্থানে তিনজন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মামলার জট দ্রুত কমানো যায়। দেশের ২০টি জেলা বাছাই করা হয়েছে, এর মধ্যে ১২টি জেলায় পাইলট প্রকল্প চালু রয়েছে। রাজশাহীতেও শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।”
তিনি আরও বলেন, “আদালত সংস্কারের এই উদ্যোগের সুফল অচিরেই জনগণ অনুভব করবে। ন্যায়বিচার দ্রুত ও সহজলভ্য করতে সরকার সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে।”
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত