রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সমিশন লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নেসকোর দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে নগরীর কোর্ট এলাকার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নেসকোর একটি টেকনিক্যাল টিম ওই এলাকায় বৈদ্যুতিক জোড়া খুঁটির ওপর ট্রান্সমিশন লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিল। কাজ চলাকালীন সময়ে হঠাৎ বৈদ্যুতিক প্রবাহ চালু থাকায় এক কর্মচারী প্রবল শকের আঘাতে খুঁটি থেকে নিচে পড়ে যান এবং অপরজন খুঁটির ওপর ঝুলে থাকেন। দুর্ঘটনার পর স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও জনসংযোগ কর্মকর্তা ডা. সঙ্কর কে. বিশ্বাস জানান, “আহত দুই কর্মচারীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন।”
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইনে বিদ্যুৎ প্রবাহ বন্ধ না করেই কাজ শুরু করার কারণে এ দুর্ঘটনা ঘটে।
নেসকোর নির্বাহী পরিচালক আবু হায়াত মো. রহমতুল্লাহ সাংবাদিকদের জানান, “দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে, অপরজন আইসিইউতে চিকিৎসাধীন। কীভাবে এমন দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
প্রসঙ্গত, রাজশাহী শহরে গত কয়েক মাসে বৈদ্যুতিক কাজের সময় এ ধরনের একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। নিরাপত্তা নির্দেশনা না মেনে কাজ করায় এসব দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত