বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থই সর্বাগ্রে দেখা তাদের দায়িত্ব। প্রতিটি দেশই নিজের স্বার্থকে গুরুত্ব দেয়—এটাই স্বাভাবিক। তাই যে সরকারই ক্ষমতায় আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তাদের ন্যায্য দাবিগুলো আদায়ে চাপ সৃষ্টি করাই হবে মূল কাজ। শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “নির্বাচিত সরকার না থাকলে দেশের স্বার্থে জোরালো ভূমিকা রাখা সম্ভব হয় না। আর জোর করে ক্ষমতা দখল করলে, যেমন হাসিনা করেছে, তা আরও অসম্ভব হয়ে পড়ে। বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্ব পায়, তবে ফারাক্কা ও তিস্তাসহ পানিবণ্টন ইস্যুকে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হবে।”
সীমান্তে হত্যাকাণ্ড, পানি–সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখতে চায় বিএনপি বলে জানান তিনি। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রতি ভারতের সহযোগিতা প্রত্যাশিত হলেও বর্তমান মোদি সরকার বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং একতরফাভাবে সুবিধা নিচ্ছে।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপি একটি গণসমাবেশ আয়োজন করেছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল। সমাবেশের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন সাবেক সাংসদ অধ্যাপক শাহজাহান মিঞা ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত