হাসপাতাল থেকে ওষুধ আনতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন আবদুর রশীদ (৭৯)। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ হলো তাঁর পথচলা। রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় বেপরোয়া গতির একটি ওষুধ আনতে বের হয়ে আর ফেরা হলো না তিনি। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ডেমরার ডগাইর পশ্চিমপাড়ার বাসিন্দা আবদুর রশীদ স্ত্রীকে নিয়ে সকালে কোনাপাড়া বাসা থেকে বের হন। নাতি তাহসিন আহমেদ জানান, রিকশায় কোনাপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর তাঁরা সরকারি কর্মচারী হাসপাতালে যাওয়ার জন্য বাসের দিকে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান আবদুর রশীদকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। তাঁর স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অক্ষত ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আবদুর রশীদকে প্রথমে সরকারি কর্মচারী হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনাটি ঘটানো কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত