রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সাথে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় ই-হোল্ডিং, ই-নামজারি, নাগরিক ভূমি সেবা উন্নয়নসহ কর্মকর্তা-কর্মচারীদের প্রমোশন ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।সভায় উপস্থিত ছিলেন-রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ মৌদুদুর রহমান কল্লোল, মহাসচিব মোঃ জহরুল ইসলাম, রাজশাহীর আট জেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা, বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।সভায় অংশগ্রহণকারী ভূমি উপ-সহকারী কর্মকর্তারা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে ই-হোল্ডিং ও ই-নামজারি সেবার বর্তমান অগ্রগতি, প্রযুক্তিগত জটিলতা, জনবল সংকট, কারিগরি প্রতিবন্ধকতা, নাগরিক সেবা প্রদানের চ্যালেঞ্জ এবং তাদের দীর্ঘদিনের প্রমোশন বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন। বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ মনোযোগ সহকারে সব বক্তব্য শোনেন এবং বলেন-“নাগরিক ভূমি সেবা দ্রুত, নির্ভুল ও সময়মতো দিতে সকল প্রতিবন্ধকতা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। মাঠপর্যায়ের সমস্যা সমাধানে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”তিনি আরও আশ্বাস দেন, সমস্যাগুলো নীতিগতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং উন্নয়নমুখী কাজের গতি বাড়াতে বিভাগ প্রশাসন সার্বক্ষণিকভাবে সক্রিয় থাকবে।সভায় বক্তারা ভূমি অফিসার্স সমিতির ঐক্য, প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের ভূমিকা এবং ভূমি সেবা ডিজিটাইজেশনের গতি আরও ত্বরান্বিত করার আহ্বান জানান।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত