রাজশাহীতে আন্তর্জাতিক গীতা মহোৎসব-২০২৫ উপলক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজশাহী নগরীর ধর্মসভা মিলনায়তনে ধর্মসভার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগীতা করেন হিন্দু কল্যাণ ট্রাস্ট।অনুষ্ঠানে সভাপত্বি করেন রাজশাহী ধর্মসভার সভাপতি পার্থ পাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। তিনি গীতা মহোৎসবকে ভারত–বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ বলে উল্লেখ করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশ্বনাথ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাজশাহী মহানগর সভাপতি সুব্রত কুমার রায়সহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ধর্মীয়–সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।বক্তারা বলেন, গীতার মর্মবাণী মানবকল্যাণ, সত্য ও ধর্মনিষ্ঠ জীবনের শিক্ষা দেয়। আন্তর্জাতিক গীতা মহোৎসবের মাধ্যমে দেশব্যাপী শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত