বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের ‘আশাহত’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসাইন তারেক রহমানকে ইঙ্গিত করে বলেছেন, আপনি লন্ডনে থাকলে আপনার কিংবা আপনার দল কোনটারই ভালো হচ্ছে না! দেশে ফিরে দল থেকে মীরজাফরদের পরিস্কার করুন, দেশের হাল ধরুন। আমার বিশ্বাস আপনার জন্য হাজার-হাজার কর্মী জীবন দিতেও প্রস্তুত তারপরেও আপনার ভয় কিসের? শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান। তার পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ।
ফেসবুক পোস্টে ইলিয়াস লেখেন-খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক জটিলতার বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জেনে আছেন বলে তিনি ধারণা করেন। তবে তারেক রহমানের দেশে ফেরার কোনো প্রস্তুতি না দেখায় প্রশ্ন তুলেছেন তিনি।তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন,“আপনি দেশে গেলে কে আপনাকে ক্ষতি করবে? প্রয়োজনে পরিবারকে লন্ডনে রেখে আসুন। লন্ডনে থাকলে না আপনাদের রাজনৈতিক নেতৃত্ব এগোচ্ছে, না দল উপকৃত হচ্ছে। দেশে ফিরে সংগঠনের ভেতরের অকর্মণ্যদের সরিয়ে নেতৃত্ব দিন। হাজার হাজার নেতাকর্মী এখনো আপনার জন্য জীবন দিতে প্রস্তুত।”
তার এই কঠিন ভাষার পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল আলোচনা চলছে। কেউ এটিকে ‘বাস্তবতা তুলে ধরা’ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক অঙ্গনে আরও বিতর্ক তৈরি করবে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিএনপির নেতৃত্ব সংকট-উভয় ইস্যুতেই এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা, নিরাপত্তা এবং দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে জল্পনাও আরও বেড়ে গেছে।

২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত