চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে উদ্বোধন হয়েছে বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর - ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভনিং বডির সভাপতি মোহাঃ লতিফুর রহমান। সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম,স্টাফ সেক্রেটারি মাহফুজুল ইসলাম ডন, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের রোভার স্কাউটের আহবায়ক ও সহকারী অধ্যাপক নার্গিস সুলতানা শিক্ষক প্রতিনিধি নওসাবাহ নওরিন,ফারহাত হোসেন, আবদুল্লাহ সহ ক্রীড়া কমিটির আহবায়ক হাবিবুর রহমান, সাংস্কৃতিক কমিটির আহবায়ক বিলকিস আরা বানু, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, মননচর্চা, ক্রীড়া দক্ষতা ও সাংস্কৃতিক চেতনাকে উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সপ্তাহ ব্যাপী বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন আবৃত্তি, রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন, সংগীতসহ নানান সাহিত্য-সংস্কৃতিক আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত হয় দৌড়, লংজাম্প, বল নিক্ষেপসহ আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা।অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়।
কলেজ কর্তৃপক্ষ জানান, পুরো সপ্তাহ জুড়ে চলবে এ প্রতিযোগিতার বিভিন্ন পর্ব।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত