দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে, যেখানে প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে। শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানির অনুমতি আপাতত সীমিত আকারে প্রদান করা হলেও প্রয়োজন অনুযায়ী এটি পর্যায়ক্রমে সমন্বয় করা হতে পারে।কৃষি মন্ত্রণালয় জানায়, ১ আগস্ট থেকে এ পর্যন্ত যারা আইপি অনুমোদনের জন্য আবেদন করেছেন, শুধুমাত্র তারাই পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারই আবেদন করার সুযোগ পাবেন।এতে আরও বলা হয়, পেঁয়াজের বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। আমদানির ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং খুচরা দামে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হচ্ছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত