প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৬:৩৩ পি.এম
বাবার মৃত্যুর খবর শুনে ছেলেরও মৃত্যু, পাশাপাশি কবর
ময়মনসিংহের নান্দাইলে বাবার মৃত্যুর খবর শুনে জানাজায় অংশ নিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে ছেলেরও মৃত্যু হয়েছে। বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এমন হৃদয়বিদায়ক ঘটনা ঘটেছে।শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জানাজা শেষে কুতুবপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা ও ছেলেকে একসঙ্গে দাফন করা হয়েছে।জানাজায় শত শত মানুষ অংশ নেন।মৃত বাবা ও ছেলে হলেন আসিম উদ্দিন (৮০) ও আশরাফ উদ্দিন (৪৫)।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মারা যান আসিম উদ্দিন। বাবার মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে ছেলে আশরাফ উদ্দিন রাতে বাড়িতে আসেন।বাড়িতে এসে স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ শনিবার সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয় ইউপি সদস্য মো. মিলন মিয়া বলেন, ‘বাবা-ছেলের একসঙ্গে মৃত্যু আর পাশাপাশি কবর দেওয়া খুবই বিরল ঘটনা।আমার জানা মতে, দুজনেই খুব নম্র-ভদ্র মানুষ ছিলেন।’
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত