চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় চোরাই মোবাইলসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বেলা ২টা ৪৫ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর চৌকা বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দলটি সীমান্ত পিলার ১৭৭/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখের আলী গ্রামে তল্লাশি অভিযান চালায়। এ সময় ৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোনসহ মোঃ সাগর ইসলাম (৪০)–কে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মোবাইল ফোনসহ শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে। ”স্থানীয়ভাবে এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি প্রকাশ করেন তারা।
[video width="848" height="478" mp4="https://dainikodhikar.com/wp-content/uploads/2025/12/WhatsApp-Video-2025-12-07-at-7.15.24-PM.mp4"][/video]
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত