চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আবারও মানবিকতার অনন্য উদাহরণ স্থাপন করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বাংলাদেশের মৃত নাগরিকের লাশ শেষবারের মতো দেখতে ভারতীয় আত্মীয়দের সুযোগ দিয়ে দুই দেশের মানবিক বন্ধনকে আরও দৃঢ় করেছে সীমান্তরক্ষী এই বাহিনী।গত ৮ ডিসেম্বর রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে মারা যান বাংলাদেশি নাগরিক তারা বানু (৭৫), স্বামী মৃত শামসুল হক, গ্রাম জমিনপুর, পোস্ট বিনোদপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মৃত্যুর খবর পেয়ে ভারতে অবস্থানরত মৃতের মেয়ে মোছা. মালেকা বেগম (৪০), গ্রাম দুশতদিঘী, থানাঃ কালিয়া, জেলা মালদা—বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে লাশ দেখার আবেদন জানান।মানবিক আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সিদ্ধান্ত নেয় ভারতীয় আত্মীয়দের লাশ দেখানোর ব্যবস্থা করার। এর অংশ হিসেবে আজ ৯ ডিসেম্বর সকাল ৮টা ২০ থেকে ৮টা ৩৫ মিনিট পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর কাছে শূন্য লাইনে বিজিবি–বিএসএফ সদস্যদের উপস্থিতিতে মরদেহ দেখানো হয়।শেষ বিদায়ের মুহূর্তে বাংলাদেশি কর্তৃপক্ষের মানবিক আচরণে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতীয় স্বজনরা। তারা বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের আন্তরিকতা চিরস্মরণীয় হয়ে থাকবে।এই বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম সত্যতা নিশ্চিত করে বলেন-“বিজিবি সবসময় মানবিক কাজে সহানুভূতিশীল। মানুষের বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
মহানন্দা ব্যাটালিয়নের এই উদ্যোগ আবারও প্রমাণ করল-সীমান্ত শুধু বিভাজন নয়, মানবিকতার সেতুবন্ধনও বটে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত