চট্টগ্রামে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নুরুল ইসলাম নামক এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।তিনি ইসলামী ছাত্রশিবিরের বড়হাতিয়ক ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলামের পিতা বলে জানা গেছে। নিহত নুরুল ইসলামের বাড়ি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা চালক নুরুল ইসলাম তার সিএনজি চালিত অটোতে করে যাত্রী নিয়ে আসার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তিনি রাস্তার পাশে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয়রা বের হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে থাকা চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, নিহত ব্যক্তির পিঠের বাম পাশের বেশ কয়েকটি স্হানে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার বিষয়টির সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত