চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশ-ইনের প্রাক্কালে ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভোররাতে নিয়মিত টহলের সময় সন্দেহজনক চলাচল নজরে এলে বিজিবির তৎপরতায় এই পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনস্থ বিভিষণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/৭১আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘লালমাটি’ নামক স্থানে টহলরত বিজিবি দল ১৫ জনকে আটক করে। এদের মধ্যে পুরুষ, নারী ও শিশুও রয়েছে।
আটক ব্যক্তিদের অধিকাংশই খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, ঢাকা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। ধারণা করা হচ্ছে, ভারতের ভেতর থেকে বিএসএফ তাদের সীমান্তের নিকট এনে পুশ-ইনের প্রস্তুতি নিচ্ছিল।
বিজিবি সূত্র আরও জানায়, আটককৃতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি হওয়ায় মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, গোমস্তাপুর সীমান্তে বিএস এফের পুস- ইন করা ১৫ জন তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী যাচাই করে পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত