মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক যুবলীগ নেতা ও শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটিকে মনোনয়ন সংগ্রহ করে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকা থেকে পূর্ববর্তী একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, কুতুবুল্লাহ কুটি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, কুতুবুল্লাহ কুটিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, মাগুরা জেলার আসন্ন সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহের প্রথম দিনেই সোমবার ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন: মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী, মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের এমবি বাকের এবং মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ কুটি।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত