আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে নগরীর একটি রেস্তোরাঁয় মহানগর বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুন উর রশীদ মামুন।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, “নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি এই আসনে অতীতের মতো এবারও বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “শহীদ জিয়ার সৈনিকেরা কখনো ভয় পায় না। তবে মিছিল-মিটিংসহ সব কর্মসূচিতে সবাইকে সতর্ক ও তৎপর থাকতে হবে, যাতে স্বৈরাচারের দোসররা অনুপ্রবেশ করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে।”
সভায় থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সাংগঠনিক শক্তি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত