যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর নাটোর শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে র্যালিসহ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাবের নেতৃত্বে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে জেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত