মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা চালানোর সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
ঘটনাস্থল মেক্সিকোর শিল্পাঞ্চল সান মাতেও আতেনকো, যা রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে এবং তোলুকা বিমানবন্দর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিমানটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করেছিল।
মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন কোঅর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেস জানিয়েছেন, ব্যক্তিগত জেটটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল। এ সময় পাশের একটি কারখানার ধাতব ছাদে আঘাত লাগার ফলে সেখানে ভয়াবহ আগুন লেগেছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সান মাতেও আতেনকোর মেয়র আনা মুনিস জানিয়েছেন, আগুনের কারণে আশপাশের এলাকা থেকে প্রায় ১৩০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত