চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালানের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযান চালায় ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল। অভিযানে চারটি বস্তায় লুকানো ৩৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সিরাপগুলো মজুদ করা হয়েছিল। তবে অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ৫৩ বিজিবির অভিযানে মোট ৮১২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে, যা মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির কঠোর তৎপরতার স্পষ্ট প্রমাণ।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃপক্ষ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত