দেশে সাম্প্রতিক সময়ে বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ডিসেম্বর শুক্রবার থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ০৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ মোতায়েন কার্যক্রমের মাধ্যমে শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
৫৩ বিজিবি সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এই মোতায়েন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমপূর্ণ এলাকা ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা টহল ও দায়িত্ব পালন করছেন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তর থেকে আরও জানানো হয়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিজিবির এই মোতায়েনের ফলে চাঁপাইনবাবগঞ্জ শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত