ময়মনসিংহে গ্রেপ্তার এড়াতে নিজ বাসার ছাদ থেকে পড়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছে। নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা আওয়ামী লীগ নেতার বাসায় পুলিশ অভিযান চালাতে গেলে এই ঘটনা ঘটে।
নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর ভাই কাজী শিপলু বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানা পুলিশ আমার ভাইকে গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশ আমাদের বাসায় এসে গেইট খুলতে বলে। পরে আমার ভাই রাজু বিষয়টি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে দু’তলার ছাদ থেকে লাফ দিলে পড়ার সময় বেলকনিতে মাথায় আঘাত লাগে। এতে রাজু গুরুতর আহত হয়। পরে পুলিশ চলে গেলে আশপাশের লোকজন রাজুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। ভয়ে সেখান থেকে পরিবারের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে আইসিইউতে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল ৩টায় তাকে মৃত ঘোষণা করা হয়। রাজুর স্ত্রী সাথী জানান, বিগত ৮-১০ বছর ধরে রাজু রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে রাজনীতি থেকে সরে আসে। তার নামে কোনো মামলাও নেই। বিগত ৫ই আগস্টের পর সে স্বাভাবিক জীবনযাপন করছিল।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর বাসায় অভিযান পরিচালনা করে। ওই বাসার কলাপসিবল গেটে পুলিশ নক করে। তবে, কেউ গেট না খুলায় পুলিশ ফিরে আসে। পরে সেখানে কী হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত