মুন্সীগঞ্জের সদর উপজেলায় দেশের অন্যতম প্রবীণ নারী সুফিয়া বেগম আর নেই। বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর পানহাটা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুকালে সুফিয়া বেগম পাঁচ মেয়ে ও দুই ছেলেসহ ছয় প্রজন্মের প্রায় ১৬৫ জন আত্মীয়স্বজন রেখে গেছেন। দীর্ঘ জীবনের অধিকারী এই প্রবীণ নারীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উত্তর পানহাটা জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সুফিয়া বেগমের বয়স ছিল ১১৫ বছর। তবে পরিবারের সদস্যদের দাবি, তার প্রকৃত বয়স ১৩২ বছর। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি ছিলেন এলাকার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী।
দীর্ঘদিন ধরে শান্ত ও ধার্মিক জীবনযাপনকারী সুফিয়া বেগমের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত