প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৭:১১ পি.এম
সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ৩নং কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলা সড়াবাড়িয়া গ্রামের নিজ বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উপজেলার কোলা ও জামাল ইউনিয়নকে অশান্ত করতে তিনি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন। এ ছাড়াও ওই এলাকার সন্ত্রাসী মাসুদের আশ্রয়দাতা তিনি। কিছুদিন আগে মাসুদের একটা পিস্তল উদ্ধার করে যৌথবাহিনী। কালীগঞ্জ থানার অফিসার-ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরনের ৮টি মামলা রয়েছে। পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করেছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত