প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৬:০৫ পি.এম
ছাত্রলীগের ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদের ভাই গুরুতর আহত
চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইশমামের বড় ভাই মোহাম্মদ মুহিবকে (২১) ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় মুহিবকে তার বন্ধুরা উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহেদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। আসামিকে গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করে দেওয়া হয়েছে।’
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত