প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৫:৫৭ পি.এম
ছেলের হাতে মারধরে শিকার হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়েছেন মা-বাবা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ছেলের হাতে মারধরে শিকার হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়েছেন মা-বাবা। মাদক সেবন ও কারবারিতে জড়িত ছেলের নির্যাতনে দিশেহারা মা-বাবা বাড়ি ছেড়ে পালিয়ে অন্যের দুয়ারে দুয়ারে ঘুরছেন। পুলিশে অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় দিশেহারা বাবা মো. শাফি মিয়া (৫০) ও মা ঝরনা বেগম (৪২)।
থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া গ্রামে ওই দম্পতির বাড়ি।শাফি মিয়া একজন কৃষক। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তাদের সংসার। ছেলে রাকিবুল ইসলাম (২৩) কোনো কাজকর্ম না করে বেশ কয়েক বছর ধরে নেশায়গ্রস্ত হয়ে বেপরোয়া হয়ে উঠে। এর মধ্যে মাদকদ্রব্য বেচাকেনায় জড়িত হয়ে বড় কারবারি বনে যায়।
পাশপাশি জুয়া খেলায় আসক্ত হয়ে বাবার কাছে মোটা অঙ্কের টাকা চেয়ে না পেয়ে অত্যাচার নির্যাতন শুরু করে। গত ১৮ ডিসেম্বর মা ঝরনা বেগমের কাছে টাকা চেয়ে না পেয়ে শাবল দিয়ে হামলা চালিয়ে মায়ের ডান হাত ও পা ভেঙে দেয়। এ ঘটনায় বাধা দিতে গেলে বাবা শাফি মিয়াকেও মারধর করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।চিকিৎসা শেষে বাড়িতে এলে ফের মারধরের চেষ্টা চালিয়ে হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর থেকে বাবা-মা বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকেই থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দিলেও পুলিশ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।বাবা শাফি মিয়া বলেন, আমার চোখের সামনে আমার স্ত্রীকে শাবল দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে মাদকাসক্ত ছেলে। বাধা দেওয়ায় আমার শরীরেও হাত তুলে।যা একজন বাবা হয়ে সহ্য করার মতো না। এখন টাকা না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই জন্যই প্রাণভয়ে বাড়ি ছেড়েছি।মা ঝরনা বলেন, ‘আমার হাত ও পায়ে শাবল দিয়া আঘাত কইর্যা ভাইঙ্গ্যালছে। হাসপাতালে গিয়া বাড়িত আইলে হেইর্যা(আবার) টেহা চায়। না দিলে খুনের হুমকি দেয়।’এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম জানান, একজন উপপরিদর্শককে ঘটনাস্থলে পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত