প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১০:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৬:১০ পি.এম
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ
রাজশাহী নগরীতে মো. ইরফান খান মেরাজ নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টায় নগরীর রানীবাজার এলাকার একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক মেরাজ রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক।
স্থানীয় সূত্র জানায়, মেরাজ ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের ক্যাডার হিসেবে কাজ করতেন।উপস্থিতরা মেরাজের সঙ্গে রকির কয়েকটি ছবি ও মহানগর ছাত্রলীগের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ উপস্থাপন করে।এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে তা রাত ১২টার পরে জানানো হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত