প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৬:১৬ পি.এম
ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন ধলেশ্বরী নদীতে, নিখোঁজ ১
নারায়ণগঞ্জে ফতুল্লার ধলেশ্বরী নদী পারাপারের সময় একটি ফেরি থেকে ট্রাকসহ ৫টি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নৌ-পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বক্তাবলী ঘাটসংলগ্ন ধলেশ্বরী নদীর মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান।স্থানীয় প্রত্যক্ষদর্শী রিয়াজুল ইসলাম জানান, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যাত্রী ও বিভিন্ন যানবাহন নিয়ে ফেরিটি নদী পার হচ্ছিল। মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ করে একটি ট্রাকের ড্রাইভার ট্রাকটি চালু করে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থাকা অন্যান্য যানবাহন সঙ্গে নিয়ে নদীতে পড়ে যায়।তিনি আরো বলেন, এ সময় ট্রাকটির সঙ্গে একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি একে একে ফেরি থেকে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও রিকশাভ্যানের চালক স্বাধীন (২৫) নিখোঁজ রয়েছেন।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, ফেরিতে যানবাহনের নিরাপদ অবস্থান ও ইঞ্জিন বন্ধ রাখার বিষয়ে অবহেলা থেকেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, মাঝ নদীতে ফেরি থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি যানকে ধাক্কা দিয়ে নদীতে পড়ে যায়। রাত হওয়ায় তাৎক্ষণিক পুরোপুরি উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না। কেউ নিখোঁজ থাকলে সকালে পুরোদমে উদ্ধার অভিযান শুরু করা হবে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
[email protected]
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত