শহীদ শরীফ ওসমান হাদির সাহসিকতা, ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান সর্বদাই অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ড. কেরামত আলী।
শনিবার বিকেলে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে গায়েবানা জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, শহীদ ওসমান হাদীর রক্ত ব্যর্থ হতে পারে না। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। বাংলাদেশের জমিনে হাদির মতো অসংখ্য শহীদদের জন্ম দেবে।তিনি আরো বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধ আগামী দিনের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। ফ্যাসিবাদের দোসররা আর চক্রান্ত চালাতে না পারে। সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।মাওলানা ড. কেরামত আলী বলেন, তার চিন্তা-চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।জানাজায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, সেক্রেটারি বাবুল ইসলাম, শিবগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমির এমএ আজিজ মাহমুদ, পৌর সেক্রেটারী আবদুর রউফ, রাজশাহী মহানগরী শিবিরের সভাপতি শামীম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শিবিরের সভাপতি মামুন আল, সেক্রেটারি শহিদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল বশরী হোসেন, ফাইয়াজ রহমান তনয়, সাইমুন সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা। পরে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত