রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত শিক্ষক ও আওয়ামীপন্থী ডিনদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
আওয়ামীপন্থী ছয়জন ডিনের পদত্যাগ নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণের দাবিতে তিনি ‘অপারেশন জিরো টলারেন্স’ নামে এই কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে সালাহউদ্দিন আম্মার জানান, রোববার সকাল ১০টায় রাকসু ভবনের সামনে থেকে কর্মসূচি শুরু হবে। পোস্টে তিনি লেখেন, “আগামীকাল আওয়ামীপন্থী ছয়জন ডিনের পদত্যাগ নিশ্চিত করা হবে। রাবি প্রশাসন দেড় বছর সময় পেয়েছে, এখন সময় বিপ্লবীদের।”
তিনি আরও বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাসিবাদী প্রভাব ও রাজনৈতিক দখলদারিত্ব মুক্ত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান রাকসু জিএস। একই সঙ্গে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত