সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের অনুষ্ঠানে মজা করে বরের জুতা লুকিয়ে রাখাকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শেষ পর্যন্ত বিয়েটিই ভেঙে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল হক বরযাত্রী নিয়ে বিয়ে করতে কনের বাড়িতে আসেন। বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কনে পক্ষের ছোট ছেলে-মেয়েরা মজা করে বরের জুতা লুকিয়ে রাখে। এতে বর পক্ষের কয়েকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা কনের বাড়িতে থাকা টেবিল-চেয়ারসহ ঘরবাড়িতে ভাঙচুর চালায়। পরে তারা বিয়ে করবে না বলে জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে। কনের খালা খাদিজা বেগম বলেন, “ছোট ছেলে-মেয়েরা মজা করে বরের জুতা লুকিয়েছিল। এটা তো বিয়ের আনন্দেরই একটা অংশ। এ কারণে বিয়ে ভেঙে যাবে, এটা কেউ ভাবেনি।”তিনি আরও বলেন, “বরকে বরণ করতে স্মার্টফোন ও দশ আনি স্বর্ণের চেইনের ব্যবস্থা করা হয়েছিল। প্রায় ২০০ জন অতিথির খাবারের আয়োজন ছিল। বর পক্ষ বিয়ে না করায় সব খাবার নষ্ট হয়ে গেছে।”এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কনে পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারা সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করবে বলে জানিয়েছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত