দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হয়েছে বিশেষ আবেগ।
এই আবেগ থেকেই প্রকাশ পেয়েছে নতুন গান ‘নেতা আসছে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ।
গানটির কথায় উঠে এসেছে প্রত্যাবর্তনের প্রতীক্ষা ও আশাবাদের বার্তা—
নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে।
যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।”
‘নেতা আসছে’ গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।
গানটি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরপরই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অসংখ্য অনুসারী মন্তব্যের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং গানটির প্রশংসা করছেন।
তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক আলোচনার পাশাপাশি এই গান সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর প্রত্যাবর্তনের প্রভাব নতুন করে সামনে এনেছে।
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত