বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও থাকবেন।
বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের নেতা বাংলাদেশ সময় মধ্যরাতে লন্ডন থেকে যাত্রা করবেন। আগামীকাল সকালে সিলেটে যাত্রাবিরতির পর সকাল ১১টা ২০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছাবেন, ইনশাআল্লাহ।’
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর তিনি সড়কপথে এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে বর্তমানে তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
হাসপাতালে যাওয়ার পথে কুড়িল–পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকায় একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অনুষ্ঠানটি সংক্ষিপ্ত হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।’
সংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন করে তারেক রহমান গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় যাবেন। ভবিষ্যতে তিনি সেখানেই অবস্থান করবেন।
এদিকে একই দিন ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ‘নিরাপত্তা নিয়ে বিএনপি যে ধরনের ব্যবস্থা চাইবে, সরকার তা নিশ্চিত করবে।’
২৭/২, দূর্গাপুর, উপর রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত